খুলনা অফিস
খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের জাতিসংঘ পার্ক সংলগ্ন খান জাহান আলী রোডে হাসপাতালটির নয় তলা ভবনের নিচ তলায় আগুন লাগে।
হাসপাতালের সহকারী ক্যাশ অফিসার নেয়ামুল বারী হুজাইফা ও ওয়ার্ড মাস্টার ফারুক হোসেন বলেন, গ্যারেজ রুমের জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের কর্মীরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। ###