জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে উত্তাল স্লোগান, “আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না!”। নেতারা স্পষ্ট ঘোষণা দেন, আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়।
রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শুক্রবার জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে দাবি করা হয়, গত ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রায় দিয়েছে। অন্তর্বর্তী সরকার টালবাহানা করলে জুলাই যোদ্ধারা প্রতিহত করবে।
সমাবেশে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কোনো যুক্তি নেই।” অন্য নেতারাও দুর্নীতি, শোষণ ও গণহত্যার অভিযোগে দলটিকে নিষিদ্ধের দাবি জানান। “খুনি হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে হবে,” বলেন যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহাদী।
“দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না,” বলেন যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর। অন্তর্বর্তী সরকারকে টালবাহানা না করার হুঁশিয়ারি দেন মাহিন সরকার। “আওয়ামী লীগকে সমর্থনকারী সাংবাদিকদের বিতাড়িত করা হবে,” বলেন তাহসীন রিয়াজ। শহীদ খালেদ সাইফুল্লাহর বাবা কামরুল হাসান বলেন, “হত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়।” এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সমাবেশে যোগ দিয়ে স্লোগান তোলেন, “বিচার আর সংস্কার!”