
নড়াইল প্রতিনিধিঃ
পার্টনার ফিল্ড স্কুল (PFS) /– কৃষকদের প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার উত্তম মাধ্যম
কৃষকদের প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার জন্য হাতে কলমে শিক্ষার কোন বিকল্প নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদর বাস্তবায়িত পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল (PFS) স্কুল কৃষকদের নিয়ে গঠিত হয়।
উক্ত স্কুলে ১০ (দশ) টি সেশনের মাধ্যমে কৃষকদের প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পার্টনার প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বিষয়ভিত্তিক স্কুল যেমন-ধান, গম, ডাল জাতীয় ফসল, তেল জাতীয় ফসল, এবং উত্তম কৃষি চর্চা (GAP)ও পুষ্টি স্কুল গঠিত হয়।
স্কুলগুলোতে শুরুতেই কৃষকদের বিভিন্ন দল ও উপদলে বিভক্ত ক্রয়া হয়। এবং ১ম সেশন থেকে শৃঙ্খলাবদ্ধভাবে দলগত কাজ করার প্রশিক্ষণ দেয়া হয়। পরবর্তী সেশঙ্গুলোতে বীজের অংকুরোদগম পরীক্ষা, বীজ শোধন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ কৌশল, বালাই ব্যবস্থাপনা এবং বীজ সংরক্ষণ , কর্মীর স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সুরক্ষায় ভার্মি কম্পোস্ট উৎপাদন এবং ব্যবহার সম্পর্কে বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা সেশন পরিচালনা করা হয়। সেশন শেষে কৃষকরা হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে সুফল পাচ্ছেন। পরবর্তিতে সেশন শেষে কৃষক সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে কৃষকদের সংগঠিত করে আধুনিক কৃষি সেবা তরান্বিত করনে কাজ করে যাচ্ছে অত্র প্রকল্পের বাস্তবায়িত পার্টনার ফিল্ড স্কুল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান জানান উপজেলার বিভিন্ন গ্রামে ধান, গম, তেল, ডাল এবং উত্তম কৃষি চর্চা বিষয়ক স্কুল স্থাপন করা হয়েছে। প্রতি ইউনিয়নে ০৭ (সাত) টি করে স্কুল স্থাপন করা হবে যা থেকে কৃষক প্রশিক্ষণ গ্রহণ করে তাদের আধুনিক চাষাবাদে ভূমিকা রাখবে।