নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে র্যালি, আলোচনা সভা ও বেলুন উড়িয়ে ৩দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৫ মে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের অফিস চত্বর অবস্থিত মেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মেলা চত্বরে এসে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় অতিথিবৃন্দসহ জেলা প্রশাসক বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় ভূমি অধি গ্রহনের দুইটি চেক ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধূরীর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, নড়াইল জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান আলেক, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার সঞ্জয় ঘোষসহ সংশ্লিষ্টরা।