মোঃ বাবর আলী (কালিয়া) নড়াইলঃ
কালিয়ায় মাদক, অনলাইন প্রতারণা, খেয়াঘাট ও বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে, চাঁদাবাজি ও সন্ত্রাসী বিরোধী সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযানে সাধারণ জনমনে স্বস্তির সঞ্চার হয়েছে।
গত বছরের ৫ই আগষ্ট পরে দেশের প্রতিটি উপজেলার ন্যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের পাশাপাশি নড়াইল কালিয়া উপজেলায় সেনাবাহিনী মাঠে কাজ করে যাচ্ছে।
যার ফলে সেনাবাহিনীর নিয়মিত দহল ও অভিযানে বিভিন্ন সময়ে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদক,অনলাইন প্রতারক চক্রদের গ্রেফতার, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসার রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের নামে হয়রানি ও উপজেলার খেয়াঘাট সমূহ এবং যানবাহনে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ফলে সাধারণ জনগণের ভোগান্তি কম এসেছে।
যার ফলে সাধারণ জনগণের মাঝে নেমে এসেছে স্বস্তি।
আর এমন মহৎ উদ্যোগের জন্য সাধারণ জনগণ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেনাবাহিনীর এমন পদক্ষেপের জন্য স্বস্তি প্রকাশ করে উপজেলা পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা মিরান মোল্লা জানান, আমার গ্রামের আশেপাশের কয়েকটি গ্রামে অনলাইন প্রতারণা মাদক ক্রয় বিক্রয় ও সেবনকারীদের কারণে সাধারণ জনগণ খুব ভোগান্তিতে ছিল কিন্তু সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে কয়েকজনকে গ্রেফতার করে যার ফলে এখন এলাকার পরিবেশ আগে থেকেও ভালো রয়েছে।
এছাড়াও উপজেলার পহরডাঙ্গা গ্রামের হাসিবুর রহমান, রাজাপুর গ্রামের কাজী শরিফুল ইসলাম, কালিয়া বাজারের মুরগি বিক্রেতা খাজার শেখ সহ অনেকে সেনাবাহিনীর এমন মহৎ কাজের জন্য ধন্যবাদ জানান। সেই সাথে ভবিষ্যতে সেনাবাহিনীর এবং কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, বিগত বছরের ৫ইআগস্ট পরবর্তী এ পর্যন্ত সময়ে বাংলাদেশ সেনাবাহিনী কালিয়া অস্থায়ী ক্যাম্পের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার এবং মাদক কারবারী ও অনলাইন প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আচ্ছার জায়গা করে নিয়েছে।