নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মো. রাজ গাজী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজ গাজী নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের মহব্বত গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খানের তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই নাহিদ নিয়াজসহ বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড়ের সুমন হাসানের ওয়ার্কসপের সামনে পাঁকা রাস্তার উপর হতে রাজ গাজীকে গ্রেফতার করে। এ সময় রাজ গাজীর নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান দৈনিক পাঠক বার্তাকে বলেন, ‘এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।