নড়াইল প্রতিনিধি :
শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মসূচি পালিত হয়। নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন মো: আ: রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকাইনা, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জজ আদালতে পিপি ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এস এম আব্দুল হক, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুসহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা এসময় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস। আলোচনা সভা শেষে শহীদ আবু সাইদ সহ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্নার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।