
নড়াইল প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি জাতীয় সমাবেশ সফল করার আহ্বানে নড়াইলে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আয়োজনে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জাতীয় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান। তারা বলেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতের এ কর্মসূচি। ঢাকার জাতীয় সমাবেশে ১০ লক্ষ মানুষের উপস্থিতির মাধ্যমে সরকারের প্রতি জনগণের অবস্থানসহ ৭ দফা দাবি তুলে ধরা হবে।
বক্তারা আরও বলেন, দেশের জনগণ আজ শান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছে। ইসলামী আদর্শ বাস্তবায়নই একমাত্র মুক্তির পথ। তাই দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্দিষ্ট সময়ে সবাইকে ঢাকায় উপস্থিত হওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।