মোঃ বাবর আলী -কালিয়াঃ
বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে কালিয়া উপজেলা ও পৌর বিএনপি।
শুক্রবার(১৮ জুলাই) বিকেলে কালিয়ার ডাক বাংলো থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামানুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের আগে কালিয়া ডাক বাংলো মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে কালো পতাকা উত্তোলন ও মৌন মিছিল পালন করে নেতাকর্মীরা।
এ সময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বিএনপি’র গণজোয়ার সহ্য করতে না পেরে কয়েকটি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারে যারা লিপ্ত রয়েছে।
তিনি আরো বলেন,দলের ওপর কোনো হায়েনার থাবা সহ্য করা হবে না। সম্প্রতি তথাকথিত এনসিপি ও জামায়াত শিবিরের কিছু লোক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম নিয়ে কটূক্তিমূলক স্লোগান দিয়েছে, যা অত্যন্ত ধিক্কারজনক। আমার সোনার ছেলেদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে।
কিন্তু বর্তমানে তথাকথিত নেতৃত্ব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করে বিএনপিকে নানাভাবে হুমকি দিচ্ছে। তারা জানে না, বিএনপি কোথায় থেকে উঠে এসে দেশ পরিচালনার বৈঠা হাতে নিয়েছিল। সেই বিএনপিকে কটূক্তি করার প্রতিবাদে দেশব্যাপী আমার হাজার মা-বোন ও মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। আমার দল, আমার অভিভাবক বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর কোনোভাবে কুদৃষ্টি দেওয়ার চেষ্টা করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনা, উপজেলা যুবদলের সদস্যের সচিব সরদার আর্মস্ট্রং,কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জুয়েল রানা, উপজেলা কৃষক দলের সভাপতি আশিকুর রহমান সুমন, কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সম রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব সদ্দার তরিকুল ইসলাম, কালিয়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রুবেলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।