পাঠক বার্তা ডেস্ক:
বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অন্তত ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন আহত অনেকে। এ ঘটনা সারা দেশে শোক ও মানসিক বিপর্যয়ের সৃষ্টি করেছে।
স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নানাবিধ শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তিদের বেশির ভাগই শিক্ষার্থী, যারা বাসায় ফিরে মানসিকভাবে ভেঙে পড়েছে। অনেক অভিভাবক আমাদের জানিয়েছেন, তাঁদের সন্তানেরা আতঙ্কিত ও অস্বাভাবিক আচরণ করছে। অনেকেই জানেন না, এখন কী করবেন। এ অবস্থায় আগের মতোই আমরা জরুরি স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নিয়েছি।’
ডা. নিজাম উদ্দিন আহমেদ আরও জানান, দিনরাত ২৪ ঘণ্টা যেকোনো মুঠোফোন বা ল্যান্ডফোন থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে চার ধরনের স্বাস্থ্যসেবা নেওয়া যাবে।
✅ ১. অ্যাম্বুলেন্স সেবাসংক্রান্ত তথ্য।
✅ ২. ব্লাড ব্যাংকের তথ্য।
✅ ৩. হাসপাতালের তথ্য।
✅ ৪. সরাসরি চিকিৎসক থেকে চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা পরামর্শ।