নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল সদরে অবস্থিত সকল তফসিলি ও বিশেষায়িত ব্যাংকসমূহের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক পিএলসি নড়াইল প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকারের সভাপতিত্বে কর্মশালায় জালনোট প্রতিরোধে দিক-নির্দেশনামুলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, রিসোর্স পারসন বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান, যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি নড়াইল প্রিন্সিপাল অফিসের এজিএম মোঃ আবু সেলিম, মোঃ মফিদুল ইসলাম, সোনালী ব্যাংক নড়াইল শাখা প্রধান ও এজিম এআরএম রকিবুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, জালনোট গুরুতর অর্থনৈতিক ও সামাজিক সমস্যা যা ব্যক্তি এবং দেশের অর্থনীতি উভয়কেই প্রভাবিত করে। জালিয়াতি চক্র অবৈধ অর্থের লোভে জালনোট ছাপিয়ে মানুষকে ঠকিয়ে দেশের ক্ষতি করে আসছে। জালনোট সনাক্তে সকলকে সচেতন হতে হবে এবং জালিয়াতি চক্রকে সনাক্ত করে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জালনোট প্রতিরোধে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।