নড়াইল প্রতিনিধি:
২৪-এর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে কালিয়ায় সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০৫ (আগষ্ট) বিকাল পনে ৫টার দিকে কালিয়া উপজেলা ও কালিয়া পৌর বিএনপির উদ্যোগে কালিয়া বাসস্টান্ড থেকে এক বিশাল বিজয় র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে লেগুনা স্টান্ডে শেষ হয়। বিজয় র্যালীর পূর্বে কালিয়া বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সঞ্চালনা করেন সিনিয়র সহ সভাপতি পৌর বিএনপি রেজাই রাব্বী কামাল।
এসময় প্রধান অতিথি বিশ্বাস জাহাঙ্গীল আলম বলেন, ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের জন্য আজ আমরা এখানে কথা বলতে পেরেছি। বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার রুখে দিয়ে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
এ সময় নড়াগাতি থানা বিএনপি সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বুলবুল কবিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।