নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলাধীন নড়াইল সদর উপজেলা খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সংক্রান্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭ (আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পলাশ চন্দ্র মুখার্জী সহ খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
এ সময় লটারির মাধ্যমে নড়াইল সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ১১২ জন ডিলার প্রত্যাশী অংশগ্রহন কারীর মধ্যে ২৪ নিয়োগ পেয়েছেন।