নড়াইল অফিস:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নড়াইলে। বুধবার (২০ আগস্ট) বিকালে নড়াইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
এ উপলক্ষে নড়াইল চৌরাস্তায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মশিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহিদুজ্জামান পাশা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারিকুল ইসলাম সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ আমির সোহেল, সদস্য সচিব ফিরোজ মোল্যা প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শাহিদুজ্জামান পাশা তাঁর বক্তব্যে বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
আলোচনা সভা শেষে নড়াইল কালিদাস ট্যাংক পুকুরপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।