নড়াইল অফিস:
নড়াইলে অনুষ্ঠিত হলো “কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লীগ”-এর জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতা আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা, সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এবং পৃষ্ঠপোষকতায় ছিল মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)।
ফাইনাল খেলায় ইয়ং প্যাগাসাস ক্লাব ১৭-১০ গোলের ব্যবধানে কামাল প্রতাপ তরুণ সংঘ-কে পরাজিত করে লীগ চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব লিংকন বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. হেমায়েতুল হক হিমু, মোতাসসিন বিল্লাহ, নড়াইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নূরুন্নবী সামদানী, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, ক্রীড়াবিদ ও খেলোয়াড়বৃন্দ।
কিউট জেলা ভিত্তিক এ হ্যান্ডবল (পুরুষ ) লীগে মোট ১৬টি ক্লাব অংশগ্রহণ করে।