মোঃ বাবর আলী, কালিয়া, নড়াইলঃ
শিশু সন্তানকে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও এক গৃহবধূ। ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।
নড়াইলের কালিয়ার কালডাঙ্গা গ্রামের ইদ্রিস শেখের ছেলে সামিউল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
সামিউল শেখের পরিবার সূত্রে জানা যায়,গত রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ওই গৃহবধূ। স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রী খতিজা খাতুন কে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করে।
প্রতিবেশীরা দেখতে পান তিনি সন্তানকে বাড়িতে রেখে আর বাড়ি ফেরেননি। পরে জানা যায়, দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে এক যুবকের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল।
চাঞ্চল্যকর এ ঘটনায় সামিউল শেখের প্রতিবেশী বলেন “সামিউলের বউ খতিজা আগে থেকেই প্রেম করত বলে শুনেছি। আমরা কয়েকবার বুঝিয়েছি, কিন্তু শোনেনি। অবশেষে একদিন বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেল।”
শিশুটর বাবা সামিউল শেখ বলেন, “আমি কিছুই বুঝতে পারছি না। আমার সন্তানের কি হবে এখন? ওর মা এভাবে চলে গেল, এটা ভাবতেও পারছি না।”
এ ঘটনায় কালিয়া থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজের বিষয়ে তারা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এবং গৃহবধূকে উদ্ধারের জন্য পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে।