
নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর উদ্যোগে এবং বারটান আঞ্চলিক কেন্দ্র, ঝিনাইদহ-এর ব্যবস্থাপনায় নড়াইলে অনুষ্ঠিত হয়েছে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ আব্দুর রশিদ। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক জুলিয়া সুকায়না এবং অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আহসান মাহমুদ রাসেল উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুর রাজ্জাক। সেমিনারের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “সুস্বাস্থ্যের জন্য সঠিক খাদ্যাভ্যাস ও সুষম পুষ্টি অত্যন্ত জরুরি। নিরাপদ খাবার গ্রহণ করতে হবে এবং প্লাস্টিক পণ্যের ব্যবহার পরিহার করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাড়ির আশপাশে উৎপন্ন শাকসবজি ও ফলমূল খাওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে। দেশ ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি-সচেতনতার ঘাটতি রয়েছে। কৃষিবিদদের প্রচেষ্টার মাধ্যমে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। তাই এখন প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি। বারটানের এ ধরনের উদ্যোগ পুষ্টি বিষয়ে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সেমিনারে ফলিত পুষ্টির ধারণা, এর বাস্তব প্রয়োগ, খাদ্যনিরাপত্তা এবং সুস্বাস্থ্যের উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, কৃষক প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্য দেন বারটান আঞ্চলিক ঝিনাইদহ কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন।
শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা ফলিত পুষ্টি বিষয়ে নানা প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞরা তার উত্তর প্রদান করেন। দেশের জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বারটানের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।