লালমোহন (ভোলা) প্রতিনিধি॥ভোলার লালমোহন এনজিওর কর্মীকে মারধর করে প্রায় ৪ লক্ষ টাকা ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার বাজারে, মঙ্গলবার ইশার বাদ এই ঘটনা ঘটে।
আহত এনজয় এনজিওর কর্মী মোঃ হাসনাইনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। আহত হাসনাইন ধলীগৌরনগর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের দক্ষিণ ভেদুরিয়া মোঃ কুঠি মিয়ার ছেলে।
আহত মোঃ হাসনাইন জানান, আমি মঙ্গল শিকদার বাজারে মেঘনা সমাজ উন্নয়ন সংস্থার একজন মাঠকর্মী হিসেবে কর্মরত আছি। আমি প্রতিদিন আমার সংস্থার কিস্তির কালেকশনে বছরের শেষ দিন হওয়ায় সকল গ্রাহকের কাছে গিয়ে টাকা কালেকশন করছি।
কিস্তির কালেকশন নিয়ে স্থানীয় মোঃ আলী, করিম, টিপু ও করিমের সাথে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে, মোঃ আলি, করিম,টিপু ও রহিম আমাকে মারতে থাকে। তারা আমার পকেটে থাকার নগদ সাড়ে তিন লক্ষ টাকা এবং ওই দিনের বাজার কালেকশনসহ প্রায় ৪ লক্ষ টাকা নিয়ে যায়।
এ সময় আমি বাঁধা দেওয়ার চেষ্টা করলে মোহাম্মদ আলী করিম ও কুর্তি সহ অজ্ঞাত নামা আরো ১০ থেকে ১২ জনের একটি দল আমাকে এলোপাতা এভাবে মারতে থাকে এ সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় খুব মারে তখন আমি রক্তাক্ত হয়ে পড়লে স্থানীয়রা আমাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে ভর্তি করে ।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে ফোনে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে লালমোন থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, এনজিওর কর্মীকে কুপিয়ে আহত করে এবং টাকা ছিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসটি/এমএইচ