সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
Headline
Headline
মাগুরা সদর কৃষি অফিসারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ শত কোটি টাকার প্রতারনা চক্রের মূলহোতা জোছনা গ্রেপ্তার নড়াইলে বিএনপি মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত নড়াইলে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলনের শোডাউন: কর্মসংস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির অঙ্গীকার-আব্দুল আজিজ বিএনপি ক্ষমতায় গেলে নারী ক্ষমতায় বৃদ্ধি করা হবে – মনিরুল ইসলাম নড়াইলে নবাগত পুলিশ সুপারের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইসলামী আন্দোলন মনোনীত নড়াইল-২ আসনের এমপি পদপ্রার্থী তাজুল ইসলাম কালিয়ায় শিশু সন্তানকে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও ছাত্রশিবিরের উদ্যোগে নড়াইল নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
Notice :
Wellcome to our website...

কাজে আসছে না কোটি টাকার নৌ অ্যাম্বুলেন্স

Reporter Name / ২৩ Time View
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

ভোলা প্রতিনিধি॥ সাগর ও নদীবেষ্টিত দেশের একমাত্র দ্বীপজেলা ভোলার তজুমদ্দিন উপজেলার দুর্গম দুর্গম জনপদের মুমূর্ষু রোগীদের আনা-নেয়ার জন্য সরকারের দেওয়া প্রায় ৩০ লাখ টাকার আধুনিক নৌ-অ্যাম্বুলেন্সটি এলাকার সাধারণ মানুষের কাজে আসছে না।সেটি নিজেই মুমূর্ষু অবস্থায় বছরের পর বছর খালে পড়ে থাকা ছাড়া আর কোন কাজ হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরে ময়লা-আবর্জনা জমে রোগী পরিবহনের অনুপযোগী হয়ে গেছে। অযত্নে অবহেলায় থাকতে থাকতে এখন সেটি জোয়ার ভাটার পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটি একদিনও না চললেও ৫০ হাজার টাকা নেয়া হয়েছে ডিজেল খরচ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপকূলীয় দুর্গত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কমিউনিটি বেজড হেলথ কেয়ার প্রকল্পের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরে কমিউনিটি বেইসড হেলথ কেয়ার প্রকল্পের মাধ্যমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয় সরকার। বরাদ্দ অনুযায়ী ২০২০ সালের ১৬ জানুয়ারী তজুমদ্দিন হাসপাতালে এটি হস্তান্তর করা হয়। এটির বরাদ্দ মূল্য ছিলো ৩০ লাখ টাকা।

সরজমিনে দেখা যায়, অ্যাম্বুলেন্সটি শশীগঞ্জ সুইজঘাটের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ভিতরে একটি বাঁধা (নদীর সাথে সংযোগ নেই) খালের অকেজো অবস্থা পড়ে আছে। সামনের ও পাশের গ্যাস এবং মেশিনপত্র ভাঙা। ভেতরে রোগী শোয়ার ও স্বজনদের বসার সিট নেই। যে কারণে রাষ্ট্রের
৩০ লাখ টাকা গচ্চা ছাড়া আর কোন কাজে আসেনি। একদিনের জন্য চলেনি এবং বহন করতে পারেনি একজন রোগীও। এসবের মধ্যে ২০১৯-২০২০ অর্থ বছরে চর জহিরউদ্দিন ও চর মোজাম্মেলে চলাচল বাবদ ৫০ হাজার টাকা নেয়া হয়েছে তেল খরচ
দেখিয়ে। যদি তেল খরচের কোন বিল-ভাউচার দেখাতে পারেনি কর্তৃপক্ষ। উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল চর মোজাম্মেল, চর জহিরউদ্দিন, চর নাসরিন, সিডার চর, চর উরিলে বসবাসরত মানুয়ের জরুরি চিকিৎসাসেবা সরকার এটি বরাদ্দ দিলেও একদিনের জন্যও কাজে আসেনি চরবাসীর।

ভোলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড় আম্ফানসহ নানা কারণে তজুমদ্দিন উপজেলার অ্যাম্বুলেন্সটি ২০২০ সালের ২২ মে বিকল দেখানো হয়। কিন্তু ২০২৩ সালের ২৩ জানুয়ারী আউটসোসিং থেকে মহিউদ্দিন নামের একব্যক্তিকে ড্রাইভার হিসেবে ৫দিনের ট্রেনিং করান হাসপাতাল কর্তৃপক্ষ। এবং কমিউনিটি বেইসড হেলথ কেয়ার প্রকল্প মাধ্যমে তাকে বেতনভাতা প্রদান করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, বছরের পর বছর নৌ-অ্যাম্বুলেন্সটি পড়ে থেকে নষ্ট হয়েছে। চরাঞ্চলবাসীর কোনো কাজেই আসেনি এটি চরাঞ্চলের মানুষ যে কোন সমস্যায় শশীগঞ্জ সুইজঘাটের ট্রলারে পারাপার হয়ে থাকে। রাতে কারও চিকিৎসা বা অন্য জরুরি প্রয়োজনে ঘাটের মাঝিদের ফোন দিলে তারাই পার করেন তাদের।

শশীগঞ্জ সুইজঘাটের ব্যবসায়ী মোঃ আব্দুল্যাহ বলেন, চরাঞ্চলের মানুষের জন্য নৌ-অ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেয়া হলেও এটি চরবাসীর কোন কাজেই আসেনি। এ পর্যন্ত
একজন রোগীও বহন করতে পারেনি অ্যাম্বুলেন্সটি। বর্তমানে শশীগঞ্জ সুইজঘাটের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ভিতরে একটি খালের মধ্যে অকেজো অবস্থায় পড়ে রয়েছে রাষ্ট্রের টাকায় কেনা অ্যাম্বুলেন্সটি।

চরাঞ্চলে বসবাসরত মানুষ বলেন, সরকার আমাদের জন্য এমন একটি বাহনের ব্যবস্থা করছেন তা আমরা জানি না। আপনাদের কাছে শুনলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। তারপরও যতদূর জানতে পেরেছি কমিউনিটি বেইসড হেলথ কেয়ার প্রকল্পটি বন্ধ হওয়ার কারণে এটি চালু করা সম্ভব নাও হতে পারে। এটি একেবারেই মেরামতের অযোগ্য বর্তমানে। তবুও যোগাযোগ করে দেখতে হবে অ্যাম্বুলেন্সটি কি করা যায়।

এসটি/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর