চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ৪৭নং চর কচ্ছপিয়া কো-ইড প্রাথমিক বিদ্যালয়ের ৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে এবারের প্রতিযোগিতা বিষয়গুলো বৈচিত্র্যপূর্ণ ছিল। শিক্ষার্থীদের জন্য মোরগ লড়াই, নিজকে বাঁচাও বেলুন ফাটানো, জল ডাঙ্গা, বালিশ অপসারণ, বেত লাফ, সু সুতা, পাখির বাসা, চোখ বেঁধে বল খুঁজা, বল নিয়ে ব্যাঙ লাফ, বিশেষ আকর্ষণ অভিভাবকদের জন্য স্মৃতি শক্তি পরিক্ষা ইত্যাদি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং চর মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ আইচা থানা বি,এন,পি সভাপতি এডভোকেট রেজাউল করিম খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ মফিজ মিয়া, চর কচ্ছপিয়া ৪নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন মুন্সি, চরমানিকা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান বেপারী, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বেপারী সহ অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যগণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ ও অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহকারী শিক্ষক বৃন্দ।
ক্রীড়া পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারীর প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারী শিক্ষক জামাল হোসাইন, কামরুন নাহার রিমা মোসা.নুসরাত জাহান।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এসটি/এমএইচ